- খেলা
- এফএ কাপ ফাইনালে হারের রেকর্ড গড়লো ম্যানইউ
এফএ কাপ ফাইনালে হারের রেকর্ড গড়লো ম্যানইউ

এফএ কাপের ফাইনালে হেরে হতাশ ম্যানইউ-এর কাসেমিরো। ছবি: এএফপি
চলতি মৌসুমে ইংলিশ লিগ কাপ বা কারাবাও কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সেরা তিনে থেকে শেষ করেছে। এফএ কাপ জিতলে ম্যানইউ-এর মৌসুম সফল বলা যেতো। কিন্তু শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানসিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলসরা।
ওই হারে এফএ কাপের ফাইনালে হারের রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানসিটির বিপক্ষে হার ধরে নয়বার শিরোপা বঞ্চিত হয়েছে ম্যানইউ। এফএ কাপের ইতিহাসে এতো বেশি ফাইনাল হারের রেকর্ড নেয় কোন দলের।

এর মধ্যে শেষ পাঁচবার এফএ কাপের ফাইনালে উঠে ম্যানইউ হেরেছে চতুর্থবারের মতো। অন্যদিকে এফএ কাপ জিতে ম্যানসিটি রেকর্ড গড়েছে। চতুর্থবারের মতো এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫০ বা তার বেশি গোল করেছে দলটি।
ফাইনালে ম্যাচে শুরুর ১২ সেকেন্ডে গোল করেন ম্যানসিটির ইলকে গুন্ডোগান। এফএ কাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল এটি। সব চেয়ে (৩২ বছর ২২২ দিন) বেশি বয়সে এফএ কাপ ফাইনালে গোলও করেছেন তিনি। আর্সেন ওয়েঙ্গার ও অ্যালেক্স ফার্গুসনের পর গার্দিওয়ালা অন্তত দু’বার ডাবল জয়ের কীর্তি গড়েছেন।
মন্তব্য করুন