এখন কেবল বাকি রইল চ্যাম্পিয়ন্স লিগ। ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই ঐতিহাসিক ট্রেবল জিতবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। 

গতকাল ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ২-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় ট্রফি নিশ্চিত করে সিটি। এর আগে লিগে হ্যাটট্রিক শিরোপা জেতে তারা। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে কেবল ম্যানইউ ১৯৯৯ সালে ট্রেবল জিতেছিল।

ফাইনালে সবার নজর ছিল সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডের দিকে। কিন্তু জোড়া গোল করে নায়ক হয়ে গেলেন সিটি অধিনায়ক ইলকে গুন্ডোগান। ম্যাচের ১২ সেকেন্ডে গোল করে এফএ কাপের ফাইনালের ইতিহাসে দ্রুততম গোলের নজির স্থাপন করেন তিনি। সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগার লম্বা শট একজন হেড করলে তা গিয়ে পড়ে ম্যানইউর বক্সের সামনে দাঁড়ানো গুন্ডোগানের পায়ে। জার্মান এ মিডফিল্ডার চলতি বলে সজোরে শট করে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। ম্যানইউ গোলরক্ষক ডি গিয়ার চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। 

২০০৯ সালে এভারটনের লুই সাহা ২৫ সেকেন্ডে চেলসির বিপক্ষে গোল করে আগের রেকর্ডটি করেছিলেন। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ঝলক দেখান গুন্ডোগান। কেভিন ডি ব্রুইনার ফ্রি কিকে তিনি জোরালো শট নিতে না পারলেও ম্যানইউ গোলরক্ষক ডি গিয়াকে ঠিকই পরাস্ত করতে সক্ষম হন।