
যেখানে ক্যাম্পই শুরু হবে কাল, সেখানে তিন সপ্তাহ আগে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ জনের স্কোয়াডের ঘোষণা দিয়ে তা কাটছাঁট করার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। অবশেষে গতকাল ৩৫ থেকে ৩০-এ নামানো হয়েছে স্কোয়াড। যেখানে বাদ পড়েছেন দুই ডিফেন্ডার ইয়াসিন আরাফাত এবং মুরাদ হোসেন। এ ছাড়া মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ ও মেহেদী হাসান রয়েলের নাম কাটা পড়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার গুডবুক থেকে। কিন্তু মাঝে তাঁদের কোন পারফরম্যান্সের মূল্যায়ন করা হয়েছে, তা বলেননি ক্যাবরেরা। তাই প্রশ্ন থেকে যায়, ক্যাম্পের আগে কেনই বা ৩৫ আর কেনই বা ৩০। সাধারণত ক্যাম্প শুরু হলে সেখান থেকে পরে কাটছাঁট করে চূড়ান্ত স্কোয়াড বাছাই করেন কোচ।
গত সাফে ভারতের বিপক্ষে গোল করা ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে বাদ দেওয়া হয়েছে। টিম সূত্রের খবর, লেফট ব্যাক পজিশনে ইয়াসিন আরাফাতের বিকল্প খুঁজে পেয়েছেন কোচ। এ কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। প্রাথমিক স্কোয়াড থেকে কমিয়ে ২৭ থেকে ২৮ ফুটবলার রাখতে চেয়েছিল বাফুফে ম্যানেজমেন্ট। সেখানে কোচের ইচ্ছাতেই অবশেষে ৩০।
কাল থেকে বসুন্ধরা কিংসের মাঠ অ্যারেনায় শুরু হবে অনুশীলন। ১০ জুন পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল যাবে কম্বোডিয়ায়। তার আগেই অবশ্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি। কম্বোডিয়ায় ১৫ জুন প্রীতি ম্যাচ খেলে ভারতের বেঙ্গালুরুতে রওনা দেবে বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়নশিপে ২২ জুন লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। ২৫ ও ২৮ জুন খেলবে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে।
বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারেক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মণ, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, সাজ্জাদ হোসেন, শেখ মোরছালিন, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুল রহমান সজীব।
মন্তব্য করুন