আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ফুটবলে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। বুয়েন্স আইয়ার্সের ইস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে গ্যালারিতে থেকে ঝাঁপিয়ে পড়ে এক সমর্থকেরা মৃত্যু হয়েছে। শনিবার আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগে রিভার প্লেট ও দেফেন্সা ই হুস্তিসিয়ার মধ্যকার চলমান ম্যাচে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিটি রিভার প্লেটের সমর্থক। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জায়গাটি ঘিরে রাখেন। ম্যাচ রেফারি ফার্নান্দো রাপায়িনি পরিস্থিতি দেখে ম্যাচ বাতিল করে দেন।

রিভার প্লেট বিবৃতিতে জানিয়েছে, গ্যালারির ওপরের অংশে একজন দর্শক শূন্যে ঝাঁপ দিয়েছেলেন এবং খেলার প্রথমার্ধের সময় তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে।

গ্যালারি থেকে পড়ে যাওয়ার কারণ হিসেবে দর্শকের প্রচুর চাপের কথাকেই সামনে এনেছে রিভারপ্লেট। ক্লাবটি জানিয়েছে, ওই দর্শক যেখানে ছিল সেখানে ধারণ ক্ষমতার ৯০ শতাংশ দর্শক ছিল। তার পড়ে যাওয়ার সময় তৃতীয় কোনও পক্ষের হাত ছিল না। তাছাড়া ওই সময় তার সঙ্গে বা আশে পাশে কোনও ধরনের সহিংস ঘটনাও ঘটেনি। 

রিভার প্লেট পরে জানিয়েছে, মারা যাওয়া সমর্থকটির নাম পাবলো মার্সেলো সারানো।

/টিআই/