- খেলা
- যে কারণে জাতীয় দলে দীপু ও মুশফিক
যে কারণে জাতীয় দলে দীপু ও মুশফিক

জাতীয় দলে ডাক পেয়েছেন দীপু (ট্রফি হাতে) ও মুশফিক হাসান। ছবি: ফাইল
আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৪ জুন শুরু হওয়া ওই টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা। দলে প্রথমবার ডাক পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দীপু ও মুশফিক হাসান।
তারা দু’জনই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলেছেন। সেখানে ভালোও করেছেন। যার সুফল হিসেবে জাতীয় দলের দরজা খুললো ওই দুই ক্রিকেটারের জন্য।
বিসিবি এক বার্তায় দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে ২১ বছর বয়সী দীপু ও ২০ বছর বয়সী মুশফিককে দলে নেওয়ার কারণও উল্লেখ করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দীপুর ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে দুটি সেঞ্চুরি ও দশটি ফিফটি করেছেন মিডল অর্ডারে ব্যাট করা এই ক্রিকেটার। তার ব্যাট থেকে ৩৬.১৪ গড়ে এক হাজার ২৬৫ রান এসেছে।
মুশফিক হাসানের অভিষেক ২০২২ সালে। তিনি মাত্র ১৩টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। নিয়েছেন ৪৯ উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে পারদর্শী এই মিডিয়াম পেসার ছোট্ট ক্যারিয়ারে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষেও ভালো বোলিং করেছেন এই তরুণ।
বাংলাদেশের টেস্ট দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।
/এমএইচ/
মন্তব্য করুন