- খেলা
- রিয়াল মাদ্রিদে বেনজেমার সেরা দশ
রিয়াল মাদ্রিদে বেনজেমার সেরা দশ

রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বেনজেমা। ছবি: গোল ডটকম
রিয়াল মাদ্রিদে করিম বেনজেমার ১৪ বছরের অধ্যায় শেষ হচ্ছে। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩৬ বছর বয়সী ফ্রান্স স্ট্রাইকার লস ব্লাঙ্কোসদের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন। মঙ্গলবার তাকে বিদায়ী সংবর্ধনা দেবে রিয়াল। সৌদি আরবে তার যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।
বেনজেমার ক্লাব ছাড়ার মুহূর্তে রিয়ালের জার্সিতে তার সেরা দশ মুহূর্ত তুলে ধরেছে সংবাদ মাধ্যম গোল।
১. ব্যালন ডি’অর জয়: রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মডরিচ ব্যালন ডি’অর জিতেছেন। লিওনেল মেসি ও রোনালদোর রাজত্ব ভেঙেছেন। অথচ রিয়ালের স্ট্রাইকার হয়েও ওই পুরস্কার জেতা হচ্ছিল না বেনজেমার। ২০২২ সালে ওই পুরস্কার জিতেছেন তিনি। যা তার রিয়াল ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলেই বিবেচিত হবে।

২. পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক: ২০২২ মৌসুমটা স্বপ্নের মতো গেছে করিম বেনজেমার। ওই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। দ্বিতীয় লেগে পিএসজি প্রথমে লিড নেয়। এরপর হ্যাটট্রিক করে ম্যাচ ছিনিয়ে নেন বেনজেমা।
৩. বার্সার বিপক্ষে কোপা দেল রে’র সেমিতে হ্যাটট্রিক: শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালের ১-০ গোলের হার। দ্বিতীয় লেগে (৬ এপ্রিল) বার্সার মাঠে গিয়ে ৪-০ গোলের জয়। ওই জয়ে দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন বেনজেমা। ২০২২ মৌসুম যেখানে শেষ করেছিলেন, ২০২৩ মৌসুমও যেন সেখান থেকেই শুরু করেছিলেন ফ্রান্সম্যান।

৪. ম্যানসিটির স্বপ্নভঙ্গ: দশ বছর পরে রদ্রিগো গোয়েসের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সের তালিকা করা হলে ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ওই মুহূর্ত না এসে পারবে না। ২০২২ মৌসুমের ওই ম্যাচে রদ্রিগো দলকে সমতায় ফেরালেও কামব্যাকের সমাপ্তি টেনেছিলেন বেনজেমা। পেনাল্টি থেকে গোল করে দলকে তুলেছিলেন ফাইনালে।
৫. চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল: ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিলেন করিম বেনজেমা। লিভারপুল গোলরক্ষক ক্যারিউসের শিশুতোষ ভুল থেকে করা বেনজেমার গোলেই ঘুরে গিয়েছিল ম্যাচের মোড়।
৬. রাউলকে ছাড়িয়ে যাওয়া: রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে শেষ করছেন বেনজেমা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এলচের বিপক্ষে জোড়া গোল করে রাউলের ৩২৩ গোল ছাড়িয়ে যাওয়া তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত।
৭. অ্যাথলেটিকোর বিপক্ষে জাদুকরী স্কিল: ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ইসকো অ্যাওয়ে গোল করেন। ওই গোলের কারিগর বেনজেমা দেখান দুর্দান্ত স্কিল। সাইড লাইন মেপে পাঁচ টাপে অ্যাথলেটিকোর তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ঢুকে পড়েন তিনি।
৮. আয়াক্সের বিপক্ষে বাইসাইকেল কিক: বাইসাইকেল কিকে ক্রিস্টেয়ানো রোনালদো, ওয়েন রুনি, গ্যারেথ বেল কিংবা জ্লাতান ইব্রাহিমোভিচের মতো বেনজেমার শটটা আলোচিত নয়। তবে রিয়ালে ক্যারিয়ার শুরুর পরের বছর আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেলো, রোনালদো, কাকার পা হয়ে কাউন্টার অ্যাটাকের সমাপ্তি বাইসাইকেল কিকে টেনেছিলেন বেনজেমা।
৯. বার্নাব্যুতে চেলসির বিপক্ষে এক্সট্রা টাইম শো: ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগে চেলসির মাঠ থেকে বেনজেমার হ্যাটট্রিকে জিতে ফেরার পরও বার্নাব্যুতে হেরে যাচ্ছিল রিয়াল। শেষ আটের ওই লড়াইয়ে ৮০ মিনিটে রদ্রিগো গোল করে প্রাণ ফেরান। দুই লেগ মিলিয়ে ম্যাচ যখন ৪-৪ গোলের সমতায়। বেনজেমা ৯৬ মিনিটে গোল করে দলকে সেমিতে তোলেন।

১০. এল ক্লাসিকোয় ২৫ সেকেন্ডে গোল: নিজে গোল করার চেয়ে দলের জয় বড়। কথাটা খেলোয়াড়রা প্রায়ই বলেন। বেনজেমাও হয়তো বলবেন। কারণ ২০১১ সালের এল ক্লাসিকোয় তিনি ম্যাচের ২৫ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছিলেন। অথচ ম্যাচটা ৩-১ গোলে হেরেছিল ব্লাঙ্কোসরা। ওই ম্যাচের ফল নয় গোলটা বেনজেমার জন্য স্মরণীয় হতেই পারে।
/এমএইচ/
মন্তব্য করুন