মৌসুমের ডাবল শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা দলটি। ওই জয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে সিটিজেনরা। 

ম্যানসিটির জয়ের নায়ক ইলকে গুন্ডোগান। তিনি ম্যাচের ১২ সেকেন্ডে গোল করেন। এফএ কাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েন। দ্বিতীয়ার্ধে আরেক গোল করে ২-১ গোলে দলকে চ্যাম্পিয়ন করেন জার্মান মিডফিল্ডার।

অথচ ম্যাচ শেষে চ্যাম্পিয়নের মেডেল পাননি ইলকে গুন্ডোগান। সংবাদ মাধ্যম দি সান জানিয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সবগুলো মেডেলে ম্যানসিটির অন্য খেলোয়াড়দের দিয়ে ফেলেছিল। গুন্ডোগান এবং ডি ব্রুইনি পর্যন্ত মেডেলে আসেনি। 

হাতে শিরোপা থাকলেও গলায় মেডেলে নেই গুন্ডোগানের। ছবি: গোল ডটকম

পরে ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোরালেস তার মেডেলটি ডি ব্রুইনিকে দিয়ে দেন। গুন্ডোগান মেডেল না পাওয়ায় তাকে গলায় মেডেল ছাড়াই উদযাপন করতে দেখা যায়। এফএ অবশ্য জানিয়েছে, গুন্ডোগানকে পরে তার মেডেলটি দিয়ে দেওয়া হবে।

/এমএইচ/