- খেলা
- অর্থনীতিতে ইউটার্নের ইঙ্গিত এরদোয়ানের
নতুন মন্ত্রিপরিষদের নাম ঘোষণা
অর্থনীতিতে ইউটার্নের ইঙ্গিত এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান তাঁর নতুন মন্ত্রিপরিষদ ঘোষণা করেছেন। শনিবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি। আগের মন্ত্রিপরিষদের স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া অন্য সব সদস্যকে বদল করেছেন এরদোয়ান।
নতুন মেয়াদে এরদোয়ান সরকার দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলা করাকে সবচেয়ে প্রাধান্য দেবে বলে মনে করা হচ্ছে। তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেককে নতুন মন্ত্রিপরিষদের অর্থমন্ত্রী করা হয়েছে। দেশটিতে এখন মূল্যস্ফীতি ৪৩ দশমিক ৭০ শতাংশ। এর জন্য এরদোয়ান সরকারের সুদের হার কমিয়ে দেওয়ার নীতিমালা দায়ী বলে মনে করা হয়ে থাকে। এরদোয়ান সরকারের এসব নীতিমালার বিরোধী ছিলেন অর্থনীতিবিদ সিমসেক।
সিমসেক ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন। তবে ২০১৮ সালে তুরস্কের মুদ্রা লিরায় ধস নামার আগে তিনি পদত্যাগ করেন।
তাঁর নিয়োগের ফলে এরদোয়ানের অধীনে বহু বছরের অপ্রচলিত অর্থনৈতিক নীতি বিদায় নিতে পারে। যার মধ্যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সত্ত্বেও কম সুদের হার বজায় রাখা এবং বাজারের ওপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এরদোয়ান। ২০১০ সাল থেকে এমআইটির শীর্ষ পদে ছিলেন ফিদান। এরদোয়ান তাঁকে ‘সিক্রেট কিপার’ বলে ডাকতেন।
তুরস্কে জীবনযাত্রার ব্যয় সংকট ব্যাপকভাবে বেড়েছে এবং মে মাসে মূল্যস্ফীতি ৪৪ শতাংশে নেমে আসার আগে গত বছরের অক্টোবরে তা ৮৫ শতাংশে পৌঁছেছিল। এ ছাড়া চলতি বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা ১০ শতাংশেরও বেশি মূল্য হারিয়েছে।
এ ছাড়া নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলারকে বেছে নেওয়া হয়েছে। তিনি বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের স্থলাভিষিক্ত হবেন। সেভদেত ইলমাজকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এরদোয়ান। খবর আলজাজিরা ও রয়টার্সের।
মন্তব্য করুন