- খেলা
- টেস্টে জিপিএস চিপ নিয়ে নামবেন টাইগাররা
টেস্টে জিপিএস চিপ নিয়ে নামবেন টাইগাররা
-samakal-647d5cb6ae0b3.jpg)
আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেই পারফরম্যান্স ট্র্যাকিং সিস্টেম যন্ত্র জিপিএস নিয়ে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
বিসিবি হেড অব প্রোগ্রাম ডেভিড মুর জানান, টেস্ট ম্যাচ শুরুর আগেই অস্ট্রেলিয়ান কোম্পানি ক্যাটাপুল্টের জিপিএস প্রযুক্তি ঢাকায় পৌঁছাতে পারে। সবকিছু ঠিক থাকলে টেস্ট ম্যাচে ব্যাটিং বা বোলিং ও ফিল্ডিং করার সময় জিপিএস প্রযুক্তি নিয়ে মাঠে নামবেন লিটন দাসরা।
ডেভিড মুর বিসিবির চাকরিতে যোগ দিয়েই জাতীয় দলের খেলোয়াড়দের জন্য পারফরম্যান্স মূল্যায়নে বা সক্ষমতা যাচাইয়ের জন্য জিপিএস প্রযুক্তি সংযোজনের প্রস্তাব দেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তাকে পূর্ণ সমর্থন দেন।
/টিআই/
মন্তব্য করুন