- খেলা
- শিশির ও রাফার ‘আছি কিংবা নেই’
শিশির ও রাফার ‘আছি কিংবা নেই’

আবারও শিশির আহমেদের সংগীতায়োজনে গাইলেন কণ্ঠশিল্পী রাফা। গানের শিরোনাম– ‘আছি কিংবা নেই’। এর কথা লিখেছেন বখতিয়ার হোসেন। সম্প্রতি শিশিরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন তপেশ চক্রবর্তী।
রনি শারাফাতের সিনেমাটোগ্রাফিতে মিউজিক ভিডিওর মডেল হয়েছেন অ্যাঞ্জেল নূর, সাফাত আহমেদ চৌধুরী, নিশাত তাসনিম, শাহরিয়ার শামস প্রমুখ।
এ আয়োজন নিয়ে কণ্ঠশিল্পী রাফা বলেন, ‘শিশিরের কম্পোজিশন এ সময়ের অনেকের চেয়ে আলাদা। তাঁর সংগীতে আলাদা স্বাক্ষর খুঁজে পাওয়া যায়। তাই শিশিরের সুর-সংগীতে গাওয়া সব সময়ই আনন্দের। ‘আছি কিংবা নেই’-এর মধ্য দিয়ে আমাদের তিন বছরের বিরতিও ভাঙল। তার চেয়ে বড় বিষয়, শিশিরের সংগীতে ভিন্ন ধাঁচের আরেকটি গান গাইতে পারা। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।’
শিশির বলেন, ‘রাফা আর বখতিয়ারের সঙ্গে মিউজিক্যাল জার্নিটা সবসময় দারুণ। যখনই আমরা একসঙ্গে কিছু করার চেষ্টা করি, নতুন সংগীত বেরিয়ে আসে। প্রায় তিন বছর পর আবার একসঙ্গে কাজ করলাম। এর আগে আমরা ‘নিজেকে হারানোর ভয়’ শিরোনামে একটি গান করেছিলাম, যা ব্যাপক সাড়া ফেলেছিল। তা দেখে পরবর্তী সময়ে গান করার সাহস পেয়েছি। এবারের গানটিতে ব্যতিক্রমী একটি সাউন্ড রয়েছে, যা শ্রোতাদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’
মন্তব্য করুন