- খেলা
- সাকিবদের ভারপ্রাপ্ত ফিজিও সানি
সাকিবদের ভারপ্রাপ্ত ফিজিও সানি

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম হজ পালন করতে সৌদি আরব গেছেন গতকাল। বিসিবির আরেক ফিজিও এনামুল হকও গেছেন তার সঙ্গে। বায়েজিদের অনুপস্থিতিতে জাতীয় দলে ভারপ্রাপ্ত ফিজিও থাকছেন মুজাদ্দেদ আলফা সানি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ফিজিও ছিলেন তিনি। ক্রিকেটারদের নিয়ে ভালো কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
বিসিবির রিহ্যাব সেন্টারে বিদেশি ফিজিও জুলিয়ান ক্যালেফাতো থাকলেও তাঁকে নেওয়া হয়নি। তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করতে তেমন আগ্রহীও নন। যদিও বিসিবির সিদ্ধান্ত জাতীয় দল ও বয়সভিত্তিক দলে দেশি ফিজিও নেওয়া। সে অনুযায়ী বায়েজিদের বদলি হিসেবে সানিকে জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়া।
/টিআই/
মন্তব্য করুন