- খেলা
- মালদ্বীপ ম্যাচই ফাইনাল ধরে নিয়েছেন জামালরা
সাফ চ্যাম্পিয়নশিপ
মালদ্বীপ ম্যাচই ফাইনাল ধরে নিয়েছেন জামালরা

চার দলের গ্রুপে লেবাননের সঙ্গে ৩ পয়েন্ট তো দূরের কথা, ড্রর আশাও করছেন না জামাল ভূঁইয়ারা। গ্রুপ ‘বি’র আরেক দল ভুটানের সঙ্গে জয় ধরে নিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সাফ চ্যাম্পিয়নশিপে শেষ চারে উঠতে হলে বাংলাদেশের জন্য বড় বাধা মালদ্বীপ; যাদের বিপক্ষে গত কয়েক বছরে রেকর্ডটা খুব একটা পুষ্টকর নয়।
এখন সেমিফাইনালে উঠতে হলে এই দ্বীপরাষ্ট্রকে হারাতেই হবে। তাদের কাছে হারলে কিংবা ড্র করলে গ্রুপ পর্বে থেমে যেতে পারে বাংলাদেশের সাফ মিশন। তাই তো ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের ম্যাচকেই ফাইনাল হিসেবে মনে করছেন ফুটবলাররা।
আনুষ্ঠানিক প্রস্তুতিতে নামার আগে গতকাল রাজধানীর একটি হোটেলে ক্যাম্পে উঠেছে ৩০ সদস্যের বাংলাদেশ ফুটবল দল। ২২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৫ জুন মালদ্বীপ এবং ২৮ জুন ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বেও শেষ ম্যাচে খেলবে ২০০৯ সালের পর সাফে সেমিফাইনাল খেলতে না পারা বাংলাদেশ।
এমনিতেই গত কয়েকটি আসরে বাংলাদেশের পারফরম্যান্স ভালো না। এবারের সাফে দক্ষিণ এশিয়ার বাইরে দুটি দেশ কুয়েত এবং লেবানন যুক্ত হওয়ায় শিরোপা পুনরুদ্ধার করাটা আরও কঠিন হয়ে গেল।
আপাতত ফাইনাল নিয়ে ভাবছেন না জামাল ভূঁইয়া, মালদ্বীপ ম্যাচকে ঘিরেই যত পরিকল্পনা, ‘আমাদের জন্য ভালো সুযোগ আছে। আমার দৃষ্টিতে মালদ্বীপ ম্যাচ আমাদের জন্য ফাইনাল। লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিতে পারলে এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের সামনের ১৪-১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য ও দলের সদস্যদের সাফ চ্যাম্পিয়নশিপই শেষ কথা। এখানে যদি আমরা নিজেদের প্রমাণ করতে পারি, সেটা দেশ ও নিজের জন্যও ভালো।’
মন্তব্য করুন