- খেলা
- বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান
বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। ছবি-সংগৃহীত
বাংলাদেশ সফরে আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে তিনি সোমবার ঢাকায় আসার কথা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। ভারতীয় সেনাবাহিনী প্রধানের বাংলাদেশে এ সফর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাম্প্রতিক ভারত সফরের অনুসরণে হচ্ছে। তিনিও একইভাবে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করতে যান।
সফরকালে ভারতীয় সেনা প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
/এসএইচ/
মন্তব্য করুন