- খেলা
- জার্মানিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা
জার্মানিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা

জার্মানিতে বসবাসরত শাবিপ্রবি শিক্ষার্থীদের তৃতীয় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জার্মানির স্টুটগার্ট শহরে ৩ ও ৪ জুন দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৫০ জন সাস্টিয়ান তাদের পরিবার নিয়ে অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা জানায়, শনিবার দুপুরে সাস্টিয়ান-জার্মানির প্রেসিডেন্ট হাফিজ খানের বক্তব্যের মাধ্যমে শুরু হয় এবারের পুনর্মিলনী। এরপর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে বক্তব্য প্রদান করেন তৃতীয় মিলনমেলার আহ্বায়ক ড. নিধু লাল বণিক। অনুষ্ঠানে আয়োজন করা হয়, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বড়দের গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নাচের মাধ্যমে বাঙালি ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন সাস্টের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পরবর্তী দুই বছরের জন্য সাস্টিয়ান জার্মানির নতুন কমিটি গঠন করা হয়। এতে মামুনুর রশীদ এবং রাজর্ষি রায় রাজু যথাক্রমে প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাতের খাবারের পর শুরু হয় দ্বিতীয় দফার সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণ। এসময় শাবিপ্রবি শিক্ষার্থীরা ফিরে যান তাদের শিক্ষাজীবনের স্মরণীয় দিনগুলোতে। পরে ৪ জুন দুপুরের খাবারের পর পরবর্তী বছর মিউনিখ শহরে আবার মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন