- খেলা
- অজিদের কোচিং প্যানেলে যুক্ত হলেন অ্যান্ডি ফ্লাওয়ার
অজিদের কোচিং প্যানেলে যুক্ত হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

অস্ট্রেলিয়ার পরামর্শক হলেন অ্যান্ডি ফ্লাওয়ার। ছবি: ফাইল
সাবেক জিম্বাবুয়ের অধিনায়ক এবং ইংল্যান্ডের সাবেক হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওভালে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।
এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই শুরু হওয়া অ্যাশেজের মাঝখানে অজিদের কোচিং স্টাফের সদস্য হিসেবে যুক্ত হতে পারেন তিনি।
জিম্বাবুয়ের ৫৫ বছর বয়সী এই ক্রীড়াবিদ ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে ২০০৯-২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ড ক্রিকেটের পরিচালকও ছিলেন তিনি। তার তত্ত্বাবধায়নে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজে সাফল্য পেয়েছে।
ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর অ্যান্ডি ফ্লাওয়ার টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে দায়িত্ব পালন করছেন। সাফল্য পেয়েছেন তিনি। সর্বশেষ লক্ষ্নৌ সুপার জায়ান্টের হেড কোচ ছিলেন তিনি। তার অধীনে আইপিএলে এসে দু’বারই প্লে অফ খেলেছে দলটি।
/এমএইচ/
মন্তব্য করুন