- খেলা
- লিভারপুলের সঙ্গে লম্বা চুক্তি হচ্ছে অ্যালিস্টারের
লিভারপুলের সঙ্গে লম্বা চুক্তি হচ্ছে অ্যালিস্টারের

আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালিস্টারের সঙ্গে চুক্তি হচ্ছে লিভারপুলের। ছবি: ফাইল
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার লিভারপুলে যোগ দিচ্ছেন। ব্যক্তিগত পর্যায়ে চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন ব্রাইটন এন্ড হোব আলবিয়নে দুর্দান্ত মৌসুম কাটানো এই ২৪ বছরের তরুণ।
সংবাদ মাধ্যম দাবি করেছে, দ্রুতই মেডিকেল সম্পন্ন হবে অ্যালিস্টারের। তার সঙ্গে লিগ মৌসুমে পাঁচে শেষ করা লিভারপুলের পাঁচ বছরের চুক্তি হচ্ছে। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত অ্যানফিল্ডে খেলার বিষয়ে সম্মত হয়েছেন ব্রাইটনে ১১২ ম্যাচে ২০ গোল করা মিডফিল্ডার।
ম্যাক অ্যালিস্টারকে দলে নিতে চেয়েছিল আর্সেনাল। ম্যানইউ তার বিষয়ে খোঁজ খবর রাখছিল। ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছে, তাকে কিনতে ৬০ মিলিয়ন পাউন্ড বা ৮০০ কোটি টাকা খরচ হচ্ছে রেডসদের।
চলতি দলবদলের মৌসুমে আরও মিডফিল্ডার কিনতে চান লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ফ্রি এজেন্টে নেভি কেইটা, ডেভিড মিলনার ও অ্যালেক্স অক্সলেড চেম্বারলিন ক্লাব ছাড়ছেন। তাদের জায়গা পূরণে অ্যালিস্টার আসছেন। এছাড়া বার্সেলোনার ফ্রাঙ্ক কেসি, নিউক্যাসলের ব্রুনো গিমারেজ, উলভসের রুবেন নেভাসে চোখ রাখছে দলটি।
/এমএইচ/
মন্তব্য করুন