- খেলা
- ‘ধৈর্য ও মানসিক শক্তির’ মন্ত্রে বিশ্বাসী দিপু
‘ধৈর্য ও মানসিক শক্তির’ মন্ত্রে বিশ্বাসী দিপু

প্রথমবার জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে দিপু। ছবি: বিসিবি
‘সকলে স্কিল নিয়ে কথা বলেন। আমি মনে করি ভালো খেলতে মানসিক শক্তিও দরকার।’ মৃদুভাষী হিসেবে পরিচিত ব্যাটার শাহাদাত হোসেন দীপু। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে সোমবার সংবাদ সম্মেলনে এসে নরম সুরেই নিজের ক্রিকেটবোধ জানালেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ।
প্রথমবার জাতীয় দলের নেটে ব্যাট করে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে মুগ্ধ করেছেন দিপু। বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে থাকা পেসারদের সোজা ব্যাটে শট খেলে কোচের বাহবা পেয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো খেলে আফগানদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার বিষয়ে দিপু বলেন, ‘তারা কিছুটা কঠিন দল ছিল। কারণ ওদের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। ভারত ‘এ’ দলেও ভালো বোলার ছিল। আমি মনে করে, মানিয়ে নিতে ধৈর্য ও মানসিক শক্তি দরকার।’

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ভালো খেলতে জাতীয় ক্রিকেট লিগ ভূমিকা রেখেছে বলেও মনে করেন চট্টগ্রামের ছেলে দিপু। তার মতে, ঘরোয়া ক্রিকেটে তাসকিন, এবাদতকে খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে তার, ‘তাসকিন ভাই ও এবাদত ভাই সমান গতিতে বোলিং করেন। তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে। প্রতিপক্ষ খুব একটা কঠিন মনে হয়নি।’
টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় মিডল অর্ডারে জায়গা ফাঁকা হয়েছে। মুমিনুল খুব ভালো ছন্দে নেই। সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না ইয়াসির আলী রাব্বিরও। আফগানদের বিপক্ষে তাই মিডল অর্ডার ব্যাটার দিপুর খেলার সুযোগ মিলতেও পারে।
সুযোগ পেলে বলের মেরিট বুঝে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলার আশা দেখালেন ২১ বছরের এই ব্যাটার, ‘সুযোগ পেলে স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমি সবসময় বলের মান বুঝে খেলার চেষ্টা করি। প্রতিপক্ষ কে, কার মুখোমুখি হচ্ছি এসব ভাবি না। এর বাইরে তেমন কিছু নেই।’
/এমএইচ/
মন্তব্য করুন