এটাও কোনো শ্বাসরুদ্ধকর ম্যাচের চেয়ে কম না। বল দখলের লড়াইয়ে কোনো দল হয়তো এগিয়ে আছে; কিন্তু গোলের দেখা এখনও কেউ পায়নি। তাই মেসির সঙ্গে চুক্তি করার ব্যাপারে সৌদির ক্লাব আল হিলাল শিরোনামে এগিয়ে থাকলেও বার্সেলোনাও কম যাচ্ছে না। মাঝে মাঝেই কাউন্টার অ্যাটাকে যাচ্ছে তারা!

এই যেমন গতকাল দলবদলের বাজারে জ্যোতিষীর মতো যিনি ভবিষ্যৎ বলে দেন, সেই ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর টুইট– 'বার্সায় ফিরতে চান মেসি এবং আমারও ভালো লাগবে সেখানে তাকে দেখতে: হোর্হে মেসি।' মেসির বাবার বরাত দিয়েই তিনি টাটকা খবর দিয়েছেন এই বলে যে, গতকালই নাকি বার্সার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন মেসির বাবা এবং একই সঙ্গে তার এজেন্ট হোর্হে মেসি। ইতালিয়ান সাংবাদিকের ইঙ্গিত কিছু ছাড় দিয়ে হলেও মেসি বার্সায় ফিরবেন।

এদিকে ফরাসি সংবাদ সংস্থা এএফপি গতকালও জানিয়েছে, মেসি তার পিএসজি অধ্যায় শেষ করে সৌদির ক্লাবে চুক্তি করছেন। এরই মধ্যে নাকি মেসির বাবার সঙ্গে সব কথা পাকা করতে প্যারিসে গিয়েছেন আল হিলালের কর্মকর্তারা। আজ-কালের মধ্যেই নাকি নতুন চুক্তির ঘোষণাও দেবেন তারা।

এসব নিয়েই মেসির বাবার একটি মন্তব্য টুইট করেছেন ইতালিয়ান ওই সাংবাদিক। 'বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আমি বলতে পারি, আমরা এখনও আত্মবিশ্বাসী, আপনি শিগগির ভবিষ্যৎ জানতে পারবেন।'

বার্সায় মেসির ফেরার ব্যাপারে আর্থিক অঙ্কটাই বড় অন্তরায়। মেসি পিএসজিতে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতন পেতেন। সৌদির ক্লাব আল হিলাল সেখানে তা'কে বছরে ৪০০ মিলিয়নের প্রস্তাব দিয়েছে। আর বার্সার হাতে আছে মাত্র ২৫ মিলিয়ন। তার পরও কিছু ফুটবলারকে বিক্রি করে বার্সা বড়জোর ৫০ মিলিয়ন জোগাড় করতে পারবে মেসির জন্য। আর এখানেই সিদ্ধান্তটা মেসির– তিনি কি কম বেতনে ফিরে আসবেন তার প্রিয় ক্লাবে।