- খেলা
- এমবাপ্পে কি তাহলে রিয়ালে যাবেন!
এমবাপ্পে কি তাহলে রিয়ালে যাবেন!

অনেক তিক্ততার পর লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। আরেক লাতিন তারকা নেইমারের সঙ্গেও পিএসজি কর্তৃপক্ষের শীতল সম্পর্ক চলছে। ব্রাজিলিয়ান সুপারস্টারের চলে যাওয়াও সময়ের ব্যাপার। পিএসজির বিখ্যাত ট্রায়োর যিনি ঘরের ছেলে সেই কিলিয়ান এমবাপ্পেও নাকি ক্লাবের ওপর বিরক্ত!
শনিবার লিগ ওয়ানের শেষ ম্যাচে হারের পর তিনি গণমাধ্যমে স্পষ্ট বলেছেন, এই ক্লাবের কাছ থেকে তিনি আর কিছু প্রত্যাশা করেন না। তার মানে, তিনিও কি পিএসজি ছাড়বেন! পিএসজি ছাড়লে তাঁর গন্তব্য যে রিয়াল মাদ্রিদ সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সদ্য সমাপ্ত মৌসুমে ২৯ গোল করে টানা পঞ্চম বারের মতো লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। তার পরও খুশি নন এমবাপ্পে। ক্লাবের বর্তমান পরিস্থিতির কারণেই সন্তুষ্ট হতে পারছেন না বিশ্বকাপজয়ী ফরাসি এ স্ট্রাইকার।
ওই ম্যাচ শেষে ‘ক্যানেল প্লাস’ এর সঙ্গে সাক্ষাৎকারে ফুটে ওঠে বিষয়টি, ‘আগামী মৌসুমে পিএসজির কাছ থেকে আমার প্রত্যাশা কী? কিছুই না, আমি এখানে আছি কেবল খেলার জন্য। আমার সঙ্গে এখনও এই ক্লাবের চুক্তি রয়েছে, তাই আমি খেলতে আসি। ক্লাব যতটুকু পারছে করছে। ক্লাব যা করছে, তাতে আমি খুশি। বাকিটা আমার কাজ নয়।’
গণমাধ্যমে এমবাপ্পের এমন বক্তব্য কিন্তু নানা গুজব উস্কে দিচ্ছে। গত মৌসুমে ফরাসি এ স্ট্রাইকারের রিয়ালে যাওয়া একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অনেক চেষ্টা-তদ্বির করে আটকান পিএসজি কর্তারা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। করিম বেনজেমা চলে যাওয়ায় রিয়ালের আক্রমণভাগ ফাঁকা হয়ে গেছে। সে শূন্যস্থান পূরণে মরিয়া হয়ে উঠেছে রিয়াল। এই পরিস্থিতিতে তাদের জন্য সবচেয়ে উত্তম বিকল্প এমবাপ্পে।
‘পিএসজিতে আর কিছু চাওয়ার নেই’– এমবাপ্পের এই মন্তব্যে আরও একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে। পিএসজিতে খেলে যে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব না সেটা বুঝে গেছেন তিনি। মেসি-নেইমার থাকতেই সম্ভব হয়নি, আর এখন তো ক্লাব ভাঙনের মুখে! তাই ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির স্বাদ নিতে হলে তাঁকে রিয়ালে যেতেই হবে। সবকিছু বিবেচনায় দুইয়ে দুইয়ে চার কিন্তু মিলেই যাচ্ছে।
মন্তব্য করুন