- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এমবাপ্পের ফেভারিট যে দল
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এমবাপ্পের ফেভারিট যে দল
-samakal-647eed6f021fd.jpg)
আগামী ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইন্টার মিলান এই প্রতিযোগিতার তিন বারের চ্যাম্পিয়ন। সবশেষ তারা ২০১০ সালে শিরোপা জেতে। তবে সিটি কখনোই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেনি।
তবে এবার সিটিকেই ফেভারিট মানছেন এমবাপ্পে। ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতা দেখতে স্পেনের বার্সেলোনায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমবাপ্পে। সেখানেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে নিজের ভাবনা জানান তিনি, 'দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। ফাইনাল অবশ্যই দেখব। আমার মনে হয়, ম্যানচেস্টার সিটিই জিতবে।'
চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট ছিলো তার নিজের দলই। কিন্তু নক-আউট পর্বেই বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি। তাই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন পূরণ হতে আরো অপেক্ষা করতে হবে কিলিয়ান এমবাপ্পেকে।
প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনও মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। এটিই তাদের প্রথম দেখা। ঘরোয়া ডাবল পূরণ করা সিটি আছে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে। আর ইন্টার মিলান অপেক্ষায় আছে তাদের চতুর্থ চ্যাম্পিয়ন শিরোপা জয়ের।
মন্তব্য করুন