ইউরোপের 'বুড়ো' তারকা ফুটবলারদের নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। এরপর একের পর এক তারকাকে নিতে উঠেপড়ে লেগেছে সৌদির ক্লাবগুলো। যেমনটা আগে করতো কাতার-চীনের ক্লাবগুলো। তাদের দেখানো পথে এবার হাটছে সৌদিও।

আজ রিয়াল তারকা বেনজেমার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। মেসিকে নিতে তো ৫০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব নিয়ে বসে আছে আল হিলাল। 

সৌদি লিগে খেলতে প্রস্তাব পেয়েছিলেন বার্সেলোনার পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কিও। তবে এই মুহূর্তে বার্সা ছেড়ে কোথাও যেতে রাজী নন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দিপোর্তিভো জানিয়েছে, বাকি তারকাদের মত লোভনীয় প্রস্তাব দেওয়া হয় লেভান্ডোভস্কিকেও। তবে শুরুতেই নাকচ করে দিয়েছেন এই পোলিশ ফরোয়ার্ড। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত কাতালান ক্লাবেই থাকতে চান তিনি।

বার্সেলোনায় জাভির অধীনে ভালোই আছেন পোলিশ এই ফরোয়ার্ড। লা লিগার শিরোপা ছাড়াও সুপার কাপ জিতেছে তার দল। ব্যক্তিগতভাবে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি উঠেছে তার হাতেই।

শোনা যাচ্ছে, পিএসজি ছাড়ায় বার্সায় ফিরতে পারেন মেসি। যদি তাই হয়, তাহলে স্বপ্ন পূরণ হবে লেভান্ডোভস্কিরও। কারণ মেসির সঙ্গে এক ক্লাবে খেলতে চান পোলিশ তারকা।