- খেলা
- ডিএমপি কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দল
ডিএমপি কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দল

ছবি- সমকাল
মঙ্গলবার বিকেলে ৪টার দিকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ের প্রধান ফটকে পৌঁছায়।
গত সোমবার (৬ জুন) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে দলটির একই কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু ডিএমপির অনুমতি না পাওয়ায় ওই কর্মসূচি স্থগিত করে জামায়াত।
দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্য কমানোর দাবিতে গত ৫ জুন সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। কর্মদিবসের (ওয়ার্কিং ডে) কথা বলে ডিএমপি কমিশনার আবেদনটি নাকচ করে দেন।
এরই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ১০ জুন, শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। এ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের ওই প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে পৌঁছেছে।
মন্তব্য করুন