- খেলা
- মেসির ফেরা নিয়ে যা বললেন জাভি
মেসির ফেরা নিয়ে যা বললেন জাভি

মাঠে জুটি গড়েছেন মেসি-জাভি। এবার তাদের গুরু-শিষ্যের জুটি দেখা যাবে? ছবি: ফাইল
পিএসজির জার্সিতে বিদায়ী ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। আগামী মৌসুমের ঠিকানা ঠিক করা নিয়ে এখন ব্যস্ত তিনি। সৌদি আরব, যুক্তরাষ্ট্র নাকি স্পেন হবে সেই ঠিকানা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
এরই মধ্যে মেসির সঙ্গে চুক্তির বিষয়ে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্ত এবং মেসির বাবা ও এজেন্টে হোর্হে মেসি বৈঠক করেছেন। মেসির চাওয়াতেই নাকি ওই বৈঠক। সংবাদ মাধ্যম দাবি করেছে, মেসি সৌদি আরবের ক্লাব আল হিলালকে এক বছর অপেক্ষা করতে বলেছেন।
চুক্তির সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। বার্সা কিংবদন্তি বলেছেন, ‘বিষয়টি এখন বার্সা সভাপতি ও মেসির বাবার হাতে। তবে মূল বিষয়টি মেসির হাতেই রয়েছে। দেখা যাক কী হয়, আমরা দেখবো কীভাবে কী করা যায়।’
লিওনেল মেসিকে কেনার জন্য আর্থিক পরিকল্পনা লা লিগা কর্তৃপক্ষের কাছে পেশ করেছে বার্সেলোনা। আর্থিক সততার বিষয়ে লা লিগা ছাড়পত্র দিয়ে দিয়েছে। এখন বার্সার ফান্ড তুলতে হবে। মেসিকে আনতে বার্সা বেশ ক’জন ফুটবলারকে ছেড়ে দিতে পারে।
এদের মধ্যে অন্যতম আনসু ফাতি, ফেরান তোরেস এবং রাফিনহা। তরুণ এই তিন ফুটবলারকে বিক্রি করে বার্সা প্রায় ২০০ মিলিয়নের মতো তুলতে পারবে বলে মনে করা হচ্ছে। এছাড়া সের্গিও বুসকেটস, জর্ডি আলবারা ক্লাব ছাড়ায় মোটা অঙ্কের বেতনের বোঝা থেকে মুক্ত হয়েছে ক্লাবটি। এটাই মেসির ফেরার পথ খুলে দিয়েছে।
/এমএইচ/
মন্তব্য করুন