- খেলা
- ‘যারা কন্ডিশনের সুবিধা নিতে পারবে তারাই জিতবে’
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
‘যারা কন্ডিশনের সুবিধা নিতে পারবে তারাই জিতবে’

শিরোপা নিয়ে রোহিত ও কামিন্সের ফটোসেশন। ছবি: টুইটার
টেস্ট ক্রিকেটে কন্ডিশন বরাবরই গুরুত্বপূর্ণ। লাল বলে হোম-অ্যাওয়ে ম্যাচের সুবিধাও দৃশ্যমান। বুধবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের ওভালে। নিরপেক্ষ ভেন্যুতে কন্ডিশনের সুবিধা বেশি পাবে কারা?
পেস বান্ধব উইকেট এবং অ্যাশেজ অভিজ্ঞতার কারণে অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরেছেন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাদেরও অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা আছে। তবে স্বীকারও করেছেন, যারা কন্ডিশনের সুবিধা নিতে পারবেন তাদের জয়ের সম্ভাবনা বেশি।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘সময় বলে দেবে, কোন দল কন্ডিশন ভালো ব্যবহার করতে পারছে। আমাদের জন্য এটা দুশ্চিন্তার নয়। কারণ আমরা জানি, কী ধরনের বিপদ অপেক্ষা করছে। আমরা ওই দিকেই মনোযোগ রাখছি। তবে যারা কন্ডিশন ভালো ব্যবহার করতে পারবে তারাই টেস্ট জিতবে। হিসাব সহজ। সঙ্গে চাপও সামাল দিতে পারতে হবে। কারণ পাঁচ দিনের ম্যাচে বিপদ আসবেই।’
বিরাট কোহলির নেতৃত্বে গত টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরেছে ভারত। ফাইনাল ‘অভিশাপ’ দীর্ঘদিন তাড়া করে বেড়াচ্ছে মেন ইন ব্লুজদের। রোহিত শর্মা জানিয়েছেন, তার কাজই হলো জয়ের জন্য দলকে নেতৃত্ব দেওয়া। যতো সম্ভব চ্যাম্পিয়নশিপ জেতা। তবে জয়-পরাজয়ের হিসাব কষে নিজেদের ওপর বাড়তি চাপ তৈরি করতে চান না তারা।
ভারতীয় ওপেনার বলেছেন, ‘আমার মনে হয়, ফাইনাল নিয়ে বেশি ভাবনা-চিন্তা করে নিজেদের ওপর চাপ বাড়ানো ঠিক হবে না। অধিনায়ক হিসেবে বলবো, সকলেই জিততে চাই। আমিও ভিন্ন নই। জিততে পারলে ভালো হবে। আগামীকাল আমরা নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। পাঁচদিন ওই চ্যালেঞ্জ জিততে হবে। চ্যাম্পিয়ন হতে হলে অনেকগুলো কাজ ঠিকঠাক করতে হবে।’
টেস্ট ফাইনালে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা টপ অর্ডার। রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিদের রান করতে হবে। এর মধ্যে দুর্দান্ত আইপিএল মৌসুম কাটানোয় তরুণ গিল দলের ভরসার জায়গা হয়ে উঠেছেন। রোহিত জানিয়েছেন, গিল স্বভাবতই উইকেটে সময় কাটাতে পছন্দ করে। তাকে আলাদা করে উপদেশ দেওয়ার আপাতত দরকার নেই।
ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘সে যেভাবে ব্যাটিং করছে, আমার মনে হয় না তাকে উপদেশ দেওয়ার দরকার আছে। আইপিএল থেকে ফিরে গত ৫-৬ দিন কীভাবে প্রস্তুতি নিয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনে সে আগেও খেলেছে। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টেও ছিল। আপনারা জানেন, গিল এমন একজন যে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে পছন্দ করে।’
/এমএইচ/
মন্তব্য করুন