রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করেছেন করিম বেনজেমা। দুই পক্ষের মধ্যে আগেই চুক্তির সমঝোতা হয়েছিল। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি সম্পন্ন হয়েছে।

তার সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ইত্তিহাদের। চুক্তি সাক্ষারের পর জার্সি উন্মোচন করেছেন ফ্রান্স স্ট্রাইকার। এছাড়া দুই পক্ষ চুক্তির বিষয়ে বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। 

ইত্তিহাদের সঙ্গে চুক্তি সম্পন্ন বেনজেমার। ছবি: গোল ডটকম

করিম বেনজেমা জানিয়েছেন, ফুটবলের নতুন স্বাদ নিতে মুখিয়ে আছেন তিনি, ‘ভিন্ন দেশে নতুন ধরনের ফুটবলের অভিজ্ঞতা হতে যাওয়ায় আমি উচ্ছ্বসিত। আমি ভাগ্যবান, ক্যারিয়ারে দারুণ কিছু মুহূর্ত পেয়েছি, ক্লাবের হয়ে সবকিছু জিতেছি। এখন নতুন প্রজেক্ট নিয়ে ভাবার সময় বলে মনে হয়েছে আমার।’ 

বেনজেমার সঙ্গে চুক্তির পরই সর্বশেষ প্রো লিগ চ্যাম্পিয়ন ইত্তিহাদ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও ছেড়েছে। ক্যাপশনে লিখেছে, ‘বেনজেমা এখন এখানে, নতুন বাঘ এখন গর্জন করবে, ইত্তিহাদে স্বাগত।’