- খেলা
- দশ ফুটবলারের তালিকা করল পিএসজি
দশ ফুটবলারের তালিকা করল পিএসজি

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। ছবি: ফাইল
লিওনেল মেসি বিদায় বলার পর পিএসজির রাতের ঘুম হারাম! তাঁর চলে যাওয়া পিএসজির জন্য মোটেও সুখের নয়। একদিকে তাদের কমছে ফ্যান-ফলোয়ার, অন্যদিকে হারাচ্ছে রাজস্ব। আবার মেসির বদলি হিসেবে কাকে আনবে, সেই চিন্তাও করতে হচ্ছে।
শুধু মেসি নয়, সার্জিও রামোসও বিদায় নেন। তাঁর জায়গায় নতুন আরেকজন ডিফেন্ডার চাইছে দলটি। সব মিলিয়ে ১০ জনের একটি তালিকা করেছে লিগ ওয়ানের ক্লাবটি। যেখান থেকে বেছে বেছে বেশ কয়েকজনকে নিজেদের ডেরায় আনতে পারে ফরাসি ক্লাবটি।
সেজন্য তরুণ ও দম আছে এমন কাউকে দরকার তাঁদের আক্রমণভাগে। যাতে করে কিলিয়ানের সঙ্গে গতির ছন্দটা মেলাতে পারেন। যেখানে তাঁদের পছন্দের তালিকায় ওপরের দিকে আছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো অ্যাসেনসিও। তাঁর সঙ্গে কথাবার্তা প্রায় শেষ। এখন ঘোষণা দেওয়া বাকি।
রিয়ালে থাকাকালে নিয়মিত একাদশে জায়গা পেতেন না তিনি। তবে বদলি হয়ে নেমে আলো ছড়িয়েছেন। দলটির সুপারসাব ছিলেন অ্যাসেনসিও। তাঁর সঙ্গে ম্যানসিটির চতুর খেলোয়াড় বার্নাদো সিলভাকেও চাইছে পিএসজি। এছাড়া রক্ষণভাগে আরেকজন খেলোয়াড় দরকার তাদের। রামোস চলে যাওয়ায় ওই জায়গায় বায়ার্ন মিউনিখে খেলা লুকাস হার্নান্দেজকে নিতে চায় ফরাসিরা।
শুধু তাই নয়, ন্যাপোলিকে সিরি-এ লিগের শিরোপা জেতাতে বড় অবদান রাখা নাইজেরিয়ান ভিক্টর ওসিমহেনকেও নিতে চায় পিএসজি। এরই মধ্যে তাঁকে প্রস্তাব দিয়েছে ক্লাবটি। কিন্তু ওসিমহেনকে ছাড়বে কিনা তাঁর বর্তমান ক্লাব, সেটাই দেখার বিষয়। কারণ এই তারকার সঙ্গে ইতালির ক্লাবটির চুক্তি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। এর আগে বাগিয়ে নিতে হলে গুনতে হবে মোটা অঙ্কের ফি।
/এমএইচ/
মন্তব্য করুন