- খেলা
- ডাক পড়তেই অবসর ভেঙে অ্যাশেজের দলে মঈন
ডাক পড়তেই অবসর ভেঙে অ্যাশেজের দলে মঈন

ছবি: মঈন আলী
প্রথম দুই অ্যাশেজের ইংল্যান্ড দলে যোগ করা হয়েছে স্পিন অলরাউন্ডার মঈন আলীর নাম। ৩৫ বছর বয়সী মঈন এর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ম্যানেজিং ডিরেক্টর রব কি’র সঙ্গে আলোচনা করে টেস্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন।
মূলত দলটির নিয়মিত স্পিনার জ্যাক লিচ ইনজুরিতে পড়েছেন। পাঁচ টেস্টের অ্যাশেজে খেলতে পারবেন না লিচ। তার জায়গা পূরণে দলে নেওয়া হয়েছে মঈনকে।
এক বিবৃতি দিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলেছে, টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে মঈনের সঙ্গে চলতি সপ্তাহের শুরুতে আমরা আলাপ শুরু করেছিলাম। কয়েক দিনের আলোচনার পর মঈন টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত। তার অভিজ্ঞতা এবং অলরাউন্ডার সামর্থ্য দলে বাড়তি মাত্রা যোগ করবে।
অ্যাশেজে ইংল্যান্ডের প্রথম দুই ম্যাচের দল: বেন স্টোকস, জেমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, হ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, অলি পোপ, ম্যাথু পট, অলি রবিনসন, জো রুট, জস টঙ্গু, ক্রিস ওকস, মার্ক উড, মঈন আলী।
/এমএইচ/
মন্তব্য করুন