ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস অস্ত্রোপচারের জন্য ইতালির গেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে তাঁর পেটে অস্ত্রোপচার করা হবে বলে ভ্যাটিকান থেকে বিবৃতিতে জানানো হয়েছে। সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসের চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রয়োজন অনুভব করেন। এ জন্য তাঁকে বেশ কিছু দিন হাসপাতালে থাকতে হবে। 

এর আগে, মঙ্গলবার পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪০ মিনিট ধরে পরীক্ষা নিরীক্ষা চলে। তবে আজ সকালে তাঁকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অস্ত্রোপচারের বিষয়টি গোপন রাখা হয়। 

পোপ ফ্রান্সিস ডাইভার্টিকুলাইটিসে ভুগছেন। এ ধরনের ক্ষেত্রে মানুষের অন্ত্র আক্রান্ত হয়। ২০২১ সালে অন্ত্রের অংশবিশেষ অপসারণ করতে হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার হয়।১০ বছর ধরে ধর্মযাজকের দায়িত্ব পালন করা পোপ ফ্রান্সিসের হাঁটুতেও সমস্যা রয়েছে। তাঁকে কখনো লাঠিতে ভর দিয়ে আবার কখনো হুইলচেয়ারে করে জনসম্মুখে আসতে দেখা যায়।