- খেলা
- দুই মাসে কলকাতা সফর করবেন বাংলাদেশের তিন মন্ত্রী
দুই মাসে কলকাতা সফর করবেন বাংলাদেশের তিন মন্ত্রী
-samakal-648093fc4fd43.jpg)
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
আগামী দুই মাসে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সফর করবেন বাংলাদেশের তিন মন্ত্রী। বুধবার কলকাতার বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী শুক্রবার (৯ জুন) কলকাতা সফর করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ১২ জুন কলকাতা যাবেন বাংলাদেশ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এছাড়া ২৮ জুলাই কলকাতা যাবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে শুক্রবার কলকাতার বুদ্ধিজীবীদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেবেন কৃষিমন্ত্রী। পরের দিন শনিবার (১০ জুন) সন্ধ্যায় কলকাতার রোয়িং ক্লাব এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যৌথ উদ্যোগে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়ে কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী। তাঁর পাশাপশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং বিশিষ্ট সংগীতশিল্পী ড. লাইসা আহমেদ লিসা।
কৃষিমন্ত্রীর কলকাতা সফর শেষ হতে না হতেই বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ২৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে কলকাতা সফর করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোমবার (১২ জুন) কলকাতায় পা রাখবেন তিনি। কলকাতার পাঁচতারা হোটেল হায়াত রিজেন্সিতে আগামী ১৩ জুন বিমসটেকের সম্বেলনে অংশ নেবেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রীর পাশাপশি সেই সম্বেলনে অংশ নেবেন শ্রীলঙ্কার বানিজ্যমন্ত্রী রমেশ পাথিরানা, নেপালের বাণিজ্যমন্ত্রী রমেশ রিজাল, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং, মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী নাইং- উ, থাইল্যান্ডের উপপররাষ্ট্র মন্ত্রী ভিজভা ইশারা বাখদিসহ বিশিষ্টজনেরা।
এছাড়াও শিল্পমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে ওই সম্মেলনে থাকবেন ভারত-বাংলাদেশ বাণিজ্য সভার (আইবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দীন, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সামির সাত্তার। ডিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট নাজ ফারহানা আহমেদ।
জুলাইয়ে কলকাতায় সফর করার কথা রয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের। আগামী ২৮ জুলাই তথ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। কলকাতার নন্দন চত্বরে ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবারের মতো এ চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন দুই বাংলার বিনোদন জগতের কলাকুশলীরা।
মন্তব্য করুন