- খেলা
- বঙ্গবন্ধু কখনও এককভাবে সিদ্ধান্ত নেননি: শিক্ষামন্ত্রী
বঙ্গবন্ধু কখনও এককভাবে সিদ্ধান্ত নেননি: শিক্ষামন্ত্রী

বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘৬ দফা: বাঙালির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু পরিষদ’ এর আয়োজন করে।
দীপু মনি বলেন, শেখ হাসিনা আজ অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি এগিয়ে যাচ্ছেন। সেই সময়ের মতো এখনও ভেতর-বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরে এবং বিদেশে বসে দেশের স্বাধীনতার স্পৃহা, এগিয়ে চলা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে দমন করার চিন্তা করছে ষড়যন্ত্রকারীরা।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ জুনের অভিজ্ঞতা থেকে শেখার বিষয় আছে। সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের ব্যাপারে সবাইকে অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার। তিনি বলেন, ঐতিহাসিক ৬ দফা বাঙালির মুক্তির সনদ; যা উত্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলেছিলেন ছয় দফা আমাদের বাঁচার দাবি।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তারই প্রেক্ষিতে তাঁকে দেশদ্রোহী বলা হলো, ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্র হলো। আজও এ দেশে ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তানপন্থিরা দেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাইছে। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছয় দফা হলো স্বাধীনতার মূলমন্ত্র।
অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।
মন্তব্য করুন