ফুটবল বিশ্ব এখন গরম মেসির দলবদলের খবরে। বার্সেলোনা কিংবা আল হিলাল নয়, মেসি বেছে নিয়েছেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিকে। ঠিক তখনই আলোচনায় হাজির ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানাচ্ছে, বেতন কমিয়ে হলেও বার্সেলোনায় আসতে চাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার।

তবে নেইমারের ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জনে অবাকই হয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ইউরোপের দলবদল বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইটারে বার্সেলোনা কোচ জাভির একটা মন্তব্য প্রকাশ করেছেন। সেখাসে ৪৩ বছর বয়সী এ কোচ বলেন, 'আমি নেইমারের এই খবরে বেশ অবাক হয়েছি। সে কখনোই আমাদের পরিকল্পনায় ছিল না।'

বন্ধু হিসেবে নেইমারকে পছন্দ করলেও বার্সেলোনার এখন যে ধরণের খেলোয়াড় দরকার, ব্রাজিলিয়ান তারকা ঠিক তেমন নয় বলে জানান জাভি। তিনি বলেন, 'আমি সত্যিই বন্ধু হিসেবে নেইমারকে অনেক পছন্দ করি, কিন্তু খেলোয়াড় হিসেবে আমরা অন্য ধরনের খেলোয়াড়কে অগ্রাধিকার দিচ্ছি।'

গুঞ্জন আছে, পিএসজি ছাড়তে চান নেইমার। ফরাসি ক্লাবটিও বিরক্ত ব্রাজিলিয়ান তারকার ওপর। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নেইমারের রসায়নটা প্যারিসে ঠিক জমেনি। কিছুদিন আগে ক্লাব ছাড়ার দাবি জানিয়ে নেইমারের বাসায় বিক্ষোভ করেছে পিএসজির কিছু উগ্র সমর্থকেরা। তাই আগামী মৌসুমে তাকে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের ডেরায় দেখতে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। এর ওপর বন্ধু মেসিও ছেড়েছেন প্যারিস। তাই এবার হয়ত সত্যিই ঘর পাল্টাচ্ছেন নেইমার।