- খেলা
- ৩৫ মিলিয়নে লিভারপুলে অ্যালিস্টার, ‘গ্রীষ্মের চুরি’!
৩৫ মিলিয়নে লিভারপুলে অ্যালিস্টার, ‘গ্রীষ্মের চুরি’!

লিভারপুলের নাম্বার টেন জার্সি হাতে অ্যালিস্টার। ছবি: গোল ডটকম
অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে লিভারপুল। ব্রাইটন এন্ড হোব আলবিয়ন থেকে ২৪ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারকে কিনেছে রেডসরা। তার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
চুক্তি সম্পন্ন করে অ্যালিস্টার বলেছেন, ‘অসাধারণ অনুভূতি। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, স্বপ্ন সত্যি হয়েছে। খেলা শুরু করতে তর সইছে না। প্রি সিজনের আগেই আসতে চেয়েছিলাম। চুক্তি সম্পন্ন হওয়ায় আমি খুশি। নতুন সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।’
ম্যাক অ্যালিস্টারকে কিনতে ৩৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় চারশ’ ৭৪ কোটি টাকা খরচ হয়েছে লিভারপুলের। তবু রেডসরা তাকে সস্তায় পেয়েছে বলে মনে করা হচ্ছে। চুক্তির শুরুর দিকের আলাপ- আলোচনায় ৭০ মিলিয়ন দাম হেঁকেছিল ব্রাইটন।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন অ্যালিস্টার। ব্রাইটনকে ছয়ে লিগ শেষ করতে বড় অবদান রেখেছেন। মিডফিল্ড সামলে ১৪ গোল করেছেন তিনি। তাকে মাত্র ৩৫ মিলিয়ন পাউন্ডে পাওয়াকে চলতি গ্রীষ্মকালীন দলবদলের ‘চুরি’ বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম গোল ডটকম।
অ্যালিস্টার লিভারপুলের নাম্বার টেন জার্সি পরবেন। যে জার্সি আগে পরেছেন ফিলিপে কুতিনহো, সাদিও মানেরা। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে লিভারপুল উলভ মিডফিল্ডার ম্যাথিউস নুনেস, নিচের কেপরেন থুরাম ও বরুশিয়া মনশেনগ্লাডবার্গের মানু কোনের দিকে চোখ রাখছে।
মন্তব্য করুন