- খেলা
- চেলসির কোভাচিকের সঙ্গে ম্যানসিটির সমঝোতা
চেলসির কোভাচিকের সঙ্গে ম্যানসিটির সমঝোতা

চেলসির ক্রোয়াট মিডফিল্ডার কোভাচিক। ছবি: ফাইল
চেলসির সেন্ট্রাল মিডফিল্ডার মাতেও কোভাচিকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ২৯ বছর বয়সী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ব্যক্তিগত পর্যায়ে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন। সংবাদ মাধ্যম এমনই দাবি করেছে।
ম্যানচেস্টার সিটি এখন কোভাচিকের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চেলসির সঙ্গে অর্থের বিষয়ে আলাপ আলোচনা করবে। তার বর্তমান বাজারমূল্য ৪০ মিলিয়ন ইউরো। ব্লুজদের সঙ্গে তার চুক্তি আছে মাত্র এক বছর। নতুন শুরুর বার্তা দেওয়া চেলসি ৩০-৪০ মিলিয়নের মধ্যেই তাকে ছেড়ে দিতে পারে।
চেলসি ছেড়ে ম্যানসিটি যাওয়ার বিষয়ে কোভাচিক বলেছেন, ‘শেষ মৌসুমটা ভালো যায়নি। চেলসিতে পাঁচ বছরের চুক্তি ছিল। সেভাবেই সামনে এগোচ্ছে। তবে ফুটবলে যা কিছু ঘটতে পারে। ম্যানচেস্টার সিটি খুবই ভালো দল। আমার মতে, তারা চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার। তবে গ্রীষ্মের দলবদলের জন্য এখনও অনেক সময় আছে। দেখা যাক কী হয়।’
কোভাচিক ১৩ বছরের শীর্ষ পর্যায়ের ক্যারিয়ারে সেরা সব দলে খেলেছেন। ডায়নামো জাগরেখে তিন মৌসুম কাটানোর পর ইন্টার মিলানে যোগ দেন তিনি। সেখানে খেলেছেন দুই মৌসুম। এরপর রিয়াল মাদ্রিদ কিনে নেয় তাকে। রিয়ালে তিন মৌসুম খেলে ধারে যোগ দেন চেলসিতে। ২০১৮০১৯ মৌসুমের পরে ব্লুজ শিবিরেই থেকে যান তিনি।
মন্তব্য করুন