ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'অর পুরস্কার প্রদানের তারিখ চূড়ান্ত করেছে আয়োজক ফরাসি ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল। শুক্রবার 'ফ্রান্স ফুটবল' জানায়, আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি'অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে।

এর আগে ৬ সেপ্টেম্বর পুরস্কারটির জন্য মনোনীত ফুটবলারদের নাম প্রকাশ করবে তারা। যেখানে পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। যাদের মধ্যে একজনের হাতে উঠবে ২০২৩ সালের ব্যালন ডি'অর।

কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি ব্যালন ডি'অর শিরোপা অনেকটা জিতেই ফেলেছেন বলে অনেকে ধারণা করছেন। যার অধিনায়কত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটে আর্জেন্টিনার। এদিকে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আর্লিং হল্যান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে নৈপুণ্য দেখিয়েছেন এই নরওয়েজিয়ান। একের পর এক নতুন রেকর্ড গড়েছেন। তাই তিনিও এই পুরস্কার জয়ের দাবিদার।

এছাড়া ব্যালন ডি'অর খেতাব জয়ের দৌড়ে আছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে,  ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে এবং নাপোলির ভিক্টর ওসিমেনও।