আরও একটি গ্র্যান্ড স্লামের স্বাদ পেতে চলেছেন নোভাক জকোভিচ। এবার শীর্ষ বাছাই কার্লোস আলকারাজকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। রোলাঁ গারোতে প্রথম সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে নাম্বার ওয়ান খেলোয়াড়কে হারান ২২ গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী।

এটি হতে যাচ্ছে সার্বিয়ান তারকা জকোভিচের ক্যারিয়ারের ৩৪ তম গ্র্যান্ড স্লাম ফাইনাল। লক্ষ্য ২৩ তম গ্র্যান্ড স্লাম। পুরুষদের টেনিসে ২২টি করে গ্ল্যান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেদেরার। এর মধ্যে অবসর নিয়েছেন রজার ফেদেরার। রাফায়েল নাদালের চোট। পরের বছর তিনিও কোর্ট ছাড়তে চলেছেন।

২৩ তম গ্রান্ড স্লাম জিতে দুই কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে নোভাক জকোভিচের কাছে। সম্ভাবনাও রয়েছে। ফাইনালে উঠে জোকার যেন জানিয়ে দিলেন আরও একটা গ্র্যান্ড স্লাম কেবল সময়ের অপেক্ষা।

ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ চতুর্থ বাছাই ক্যাসপার রুড বা ২২তম বাছাই আলেকজান্ডার জেরেভ।