মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সাকিব আল হাসানের খুব প্রিয়। খেলা না থাকলেও বিনা কারণেই মাঝেমধ্যে হোম অব ক্রিকেটে চলে আসেন। পরিচিতজনদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার চলে যান নিজের কাজে। এবার যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরদিনই মিরপুরে হাজির বাঁহাতি এ অলরাউন্ডার। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কয়েক মিনিটের কথোপকথন, ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে খানিক সময় কাটিয়ে মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমামের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফিরে গেছেন। 

তবে তাঁর এবারের আসা মিরপুর স্টেডিয়াম একপাক ঘুরে যাওয়া আর আড্ডায় সীমাবদ্ধ থাকেনি, ক্রিকেটীয় কর্মকাণ্ডও ছিল। কারণ কয়েক দিন পরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ। আঙুলের চোটের কারণে এ ম্যাচে তিনি খেলতে না পারলেও নানা পরামর্শ দিয়ে সাহায্য করছেন। ১৪ থেকে ১৮ জুন অনুষ্ঠেয় টেস্টের অধিনায়ক সাকিবের ডেপুটি (সহঅধিনায়ক) লিটন কুমার দাস। তাঁকেও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন সাকিব। ১৫ জনের টেস্ট দল বাছাই করতে যেমন করে পাশে ছিলেন জাতীয় দল নির্বাচক প্যানেলের।

সাকিব বৃহস্পতিবার মাঠে এসেছেন ফিটনেস অনুশীলন করতে। সকালে দৌড়ঝাঁপ শেষ করে জিম করেন দুই ঘণ্টার মতো। নিজের মূল কাজ শেষ করে সেন্টার উইকেটের অনুশীলন পর্যবেক্ষণে থাকা কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে লম্বা সময় কথা বলেন। কোচের সঙ্গে টেস্ট নিয়ে সাকিবের কথা হয়েছে বলে জানা গেছে। লিটন অধিনায়ক হলেও সাকিবের কাছ থেকে টুকটাক পরামর্শ তো নিতেই পারেন চন্ডিকা। কারণ ২০১৯ সালে এই অলরাউন্ডারের নেতৃত্বেই আফগানিস্তানের কাছে চট্টগ্রাম টেস্ট হেরেছিল বাংলাদেশ। 

আসলে সাকিবকে নেতৃত্বে আনাই হয়েছে ভালো একটি টেস্ট দল গড়ে তোলার জন্য। দেশের ক্রিকেটারদের সম্পর্কে ভালো জানা-শোনা থাকায় নির্বাচক বা ম্যানেজমেন্টকে সহযোগিতা করতে পারেন ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার। এ ছাড়া সাকিবের চিন্তার পুরোটাজুড়ে থাকে জাতীয় দল। জাতীয় দলের একজন নির্বাচকের মতে, ‘সাকিব যতক্ষণ কথা বলে তার বেশিরভাগ জুড়ে থাকে দল। ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেয় না সে। এ কারণে সব খেলোয়াড়ের পছন্দের ক্রিকেটার সাকিব। জাতীয় দলের ক্রিকেটারদের গোপন ভোট নেওয়া হলে ১০ ভোটের মধ্যে সাকিব পাবে ৯টি।’

বৃহস্পতিবার জাতীয় দল নির্বাচকদের সঙ্গেও বসেছিলেন সাকিব। টি২০ দল নিয়ে কথা হয়েছে অধিনায়কের। দল নির্বাচনে সাকিব কীভাবে সাহায্য করেন– জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সাকিব ব্যক্তিগত কোনো ক্রিকেটারকে নিয়ে বলে না। কোনো কিছু জানতে চাইলে মতামত দেয়। ও ম্যাচ নিয়ে বেশি বলে। সবার জন্যই যেটা ভালো। সাকিব পুরোপুরি দলকেন্দ্রিক অধিনায়ক।’