- খেলা
- আগুন-সন্ত্রাসে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের
আগুন-সন্ত্রাসে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি
আগুন-সন্ত্রাসের প্রস্তুতি নিতে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জামায়াত মাঠে নামেনি, তাদের নামানো হয়েছে। তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। জামায়াত নির্বাচনে নিবন্ধিত দল নয়। এরপরও তাদের মাঠে নামানোর অর্থ হচ্ছে, বিএনপি আবারও আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগুন সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি।’
শনিবার বিকেলে রাজধানীর নিকুঞ্জের খেলার মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ' এর আয়োজন করে।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথায় তিনটি ভূত ঢুকেছে। একটি হলো তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয়টি হলো শেখ হাসিনার পদত্যাগ এবং তিন নাম্বার ভূতটি হলো সংসদের বিলুপ্তি। দেশে শান্তি বজায় রাখতে চাইলে বিএনপির মাথা থেকে এই তিন ভূতকে নামাতে হবে। ফখরুল সাহেব ভবিষ্যত বাণী করেছেন যে, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ১০ ভাগ আসনও পাবে না। বিএনপি বলেছিলো যে, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। কিন্তু আজ আওয়ামী লীগ টানা ১৫ বছর ধরে ক্ষমতায় আছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘জ্যোতিষ ফখরুল সাহেব, সাহস থাকলে খেলার মাঠে আসুন। খেলার মাঠের বাইরে থেকে ফাউল খেলবেন না। যদি ফাউল খেলেন, তাহলে পালাবার পথ পাবেন না। নির্বাচনের খেলার মাঠে ফাউল করলে বিএনপির খবর আছে।’
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারেক রহমান বিদেশ থেকে মির্জা ফখরুলকে ফরমায়েশী বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ এনে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘ওই টেমস নদীর পাড় থেকে তিনি আন্দোলনের ফরমায়েশ দিচ্ছেন। এদেশে যদি গণআন্দোলন করতে হয়, যদি আন্দোলনের ঢেউ তুলতে হয়, তাহলে সৎ সাহস নিয়ে দেশে আসুন, মাঠে নামুন। মোকাবিলা হবে। দেখি কে জিতে আর কে হারে। এই জাতির একমাত্র শত্রু হচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে। তারা ক্ষমতায় আসলে আবারও হাওয়া ভবন হবে, আবারও তারা লুটপাট করবে, বিদ্যুতের বদলে শুধু খাম্বা আসবে।’
বিশ্বে সংকট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের সংকট মোকাবিলা করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুতের জ্বালানি এনে বিদ্যুৎ সংকটের সমাধান করছেন। কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধানও হবে। শেখ হাসিনার ব্যক্তিগত কোনো লোভ নেই। আওয়ামী লীগের লোকেরা পকেট ভর্তি করুক, সেটা তিনি চান না। তিনি চান এদেশের মানুষের উন্নয়ন।
সেতুমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে এবং সংসদ বিলুপ্ত হলে কাদের সঙ্গে সংলাপে বসবেন? হাওয়ার সঙ্গে? আপনারা বলছেন আওয়ামী লীগ এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। প্রতারণা কে করছে? বিদেশে নালিশ করে করে আপনারা নিষেধাজ্ঞা আনার চেষ্টা করছেন। আমরা যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিকে ভয় পায় না। কারণ আমাদের মনে জোর আছে। আমরা সুষ্ঠু নির্বাচন করবো।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান প্রমুখ।
মন্তব্য করুন