'ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।' চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, ফাইনালে ম্যানচেস্টার সিটির ঘর পুড়েছে একাধিকবার। কখনও ইউরোপ সেরা হতে না পারা তাদের সিঁদুরের মেঘ। 

শক্তি কিংবা তারকার বিচারে পিছিয়ে থাকলেও ইন্টার মিলান ইতিহাসের বিচারে এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্মৃতি আছে দলটির। তুরস্কের আতাতুর্ক স্টেডিয়ামে ধুঁলো জমা ওই স্মৃতি মুছার পালা ইতালির ক্লাবটির। 

সম্মানের শিরোপা জয়ের ওই লড়াইয়ে শক্তিশালী দল নিয়ে নামছে দু'দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে রদ্রি, বেনার্ড সিলভা, গ্রেলিস ও হ্যালান্ডরা আছেন পেপ গার্দিওয়ালার দলে। অন্যদিকে ইন্টার মিলান আক্রমণে লওতারো মার্টিনেজকে রাখলেও রোমেলু লুকাকু নেই শুরুর একাদশে। 

ম্যানসিটির একাদশ: এদেরসন, অ্যাকাঞ্জি, স্টোনস, রুবেন দিয়াজ, নাথান একে, রদ্রি, বেনার্ড সিলভা, ডি ব্রুইনি, ইলকে গুন্ডোগান, গ্রেলিস ও হ্যালান্ড।

ইন্টার মিলানের একাদশ: ওনানা, ডারমিয়ান, আকারবি, বাসটোনি, ডামফ্রাইস, বেরেল্লা, ব্রোজোভিক, কালানগলু, ডিমার্কো, জেকো, মার্টিনেজ।