এশিয়া কাপে অনিশ্চিত রাহুল-শ্রেয়াস

ভারতীয় ব্যাটার কেএল রাহুল এবং শ্রেয়াস আয়ার। ছবি: জুম নিউজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগu ২০২৩ | ০৬:৪৯ | আপডেট: ০৩ আগu ২০২৩ | ০৬:৪৯
এক সপ্তাহের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওই দলে অনিশ্চিত ভারতের দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার কেএল রাহুল এবং শ্রেয়াস আয়ার। ইনজুরি থেকে তারা প্রত্যাশা মতো ফিট হয়নি বলে দাবি করেছে বিসিসিআই-এর একটি সূত্র।
ইনজুরি থেকে ফিরে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল ও মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিটনেসের আপডেটও দিচ্ছেন তারা। তবে বোর্ডর সূত্রের মতে, তাড়াহুড়ো করে তদের দলে ফেরানোর ফল খারাপ হতে পারে।
বরং তাদের বিশ্বকাপের আগে অর্থাৎ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফেরানোর পরামর্শ দেওয়া হয়েছে। যাতে তারা বিশ্বকাপে খেলার আগে কামব্যাক করতে পারে। এছাড়া ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। পেসার প্রসিদ্ধ কৃষ্ণারও ইনজুরি মুক্ত হয়ে দলে ফেরার গুঞ্জন আছে। তবে শেষ পর্যন্ত ১৫ জনের দলে তারও ঢোকা অনিশ্চিত।
রাহুল-শ্রেয়াস না থাকায় ভারতের ব্যাটিং কম্বিনেশনও ভিন্ন হতে পারে। ক্রিকবাজের মতে, রোহিত শর্মা ও ইশান কিষাণকে ওপেনিং করানোর একটি পরিকল্পনা ম্যানেজমেন্টের মাথায় আছে। সেক্ষেত্রে শুভমন গিলকে ঠেলে দেওয়া হতে পারে মিডল অর্ডার অর্থাৎ চার নম্বরে।
হাইব্রিড মডেলে আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে ভারত তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।