স্পার্সদের কাছে হারল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগu ২০২৩ | ১৮:৫২ | আপডেট: ১৯ আগu ২০২৩ | ১৯:০৮
কষ্টের জয়ের মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামের কাছে ২-০ গোলে হেরেছে এরিক টেন হ্যাগের দল।
শনিবার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় তুলে নিয়েছে টটেনহ্যাম। ৪৯ মিনিটে পাপে মাতার সার দলকে এগিয়ে নেন। ৮৩ মিনিটে ম্যানইউ ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ আত্মঘাতী গোল দিয়ে জিতিয়ে দিয়েছে তাদের।
ম্যাসন মাউন্ট-হোয়লুন্ডকে কিনলেও দলবদলের বাজারে মন খুলে কেনাকাটা করতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। হ্যারি মাগুইরাকে বিদায় করা, নতুন একজন ডিফেন্ডার কেনা, আরেকজন উইঙ্গারের শখ পূরণ হয়নি তার।
গতির ফুটবল দেখালেও তাই গোল মুখে খেই হারিয়েছেন রাশফোর্ড-অ্যান্তনি-গার্নাচোরা। ২২ আক্রমণের মাত্র ছয়টি রেড ডেভিলসরা রাখতে পেরেছিল গোল বারে।যা স্পার্স গোলরক্ষক ভিকারিও'র দুর্দান্ত দক্ষতার কাছে ব্যর্থ হয়।
অন্যদিকে টটেনহ্যাম ছয়টি শট নিয়ে গোল আদায় করে নিযেছে দুটি। মাঝ মাঠ দখল করে দুর্দান্ত খেলেছে এনজে পোস্তেকগলুর দল। লেস্টার সিটি থেকে আসা ইংলিশ মিডফিল্ডার মেসিডন ছিলেন অনবদ্য।