ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

১০ জন নিয়ে লিভারপুলের নাটকীয় জয়

১০ জন নিয়ে লিভারপুলের নাটকীয় জয়

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগu ২০২৩ | ০৪:০০ | আপডেট: ২৮ আগu ২০২৩ | ০৪:০০

ম্যাচের দুই তৃতীয়াংশ সময় লিভারপুল খেলল ১০ জনের দল নিয়ে। তার ওপর ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। হার যখন চোখ রাঙাচ্ছিল এরপর ডারউইন নুনেজের ম্যাজিক। দ্বিতীয়ার্ধের বদলি হিসেবে নামা উরুগুইয়ান ফরোয়ার্ডের কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল করে অল রেডসদের এনে দিলেন নাটকীয় এক জয়। ক্লপের শিষ্যরা জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

ম্যাচের ২৫ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে লিভারপুল। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দুই মিনিট পর লাল কার্ড পান লিভারপুল অধিনায়ক ভ্যান ডাইক। ডি বক্সে ঢোকার মুখে ইসাককে বাজেভাবে ফাউল করে বসেন ফন ডাইক। ফলে প্রথমে গোল ও পরে লাল কার্ড খেয়ে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা।

৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল নিউক্যাসল। তবে এরপর চিত্র পাল্টে দেন ডারউইন নুনেজ। ১০ জন নিয়েও শেষ মুহূর্তে ডারউইন নুনেজের জোড়া গোলে নাটকীয় জয় পায় লিভারপুল।

আরও পড়ুন