ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

সালাহর জন্য ১৫০ মিলিয়নের প্রস্তাব সৌদির

সালাহর জন্য ১৫০ মিলিয়নের প্রস্তাব সৌদির

লিভারপুলের মিশরীয় তারকা সালাহ। ছবি: ফাইল

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগu ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ২৮ আগu ২০২৩ | ১৬:৫৫

লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহর জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। ওই প্রস্তাবে রেডস শিবির থেকে খুব একটা সাড়া না পাওয়ায় প্রস্তাব ১৫০ মিলিয়নে উন্নীত করেছে সৌদি। 

সংবাদ মাধ্যম সিবিএস দিয়েছে এই তথ্য। তাদের মতে, দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে সালাহকে সৌদিতে নিতে চায় আল ইত্তিহাদ। তাকে নেইমার-রোনালদোর চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও দিয়েছে। 

লিভারপুলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মোহামেদ সালাহ। মিশরীয় এই তারকা অন্য কোথাও যেতে চান না। সালাহ ও তার এজেন্ট সংবাদ মাধ্যমকে তেমনটাই জানিয়েছেন। অন্যত্র যাওয়ার ইচ্ছে থাকলে চুক্তি নবায়ন করতেন না বলেও উল্লেখ করেছেন তার এজেন্ট। 

তবে সৌদির বিশাল বেতনের প্রস্তাব পাওয়ার পর সালাহ সম্প্রতি ওই জায়গা থেকে সরে এসেছেন বলে খবর। তিনি নাকি ইত্তিহাদে যেতে চান। আর সালাহ লিভারপুল ছাড়তে মরিয়া হলে কোচ জার্গেন ক্লপ তাকে জোর করে আটকে রাখবেন না। ৩১ বছরের ফুটবলারের জন্য ১৫০ মিলিয়ন অনেক অর্থ বলে মন্তব্য করেছেন লিভারপুলভিত্তিক ফুটবল বিশ্লেষকরা।

আরও পড়ুন