বাফুফে একাডেমির দূত জাহিদ হাসান

বাফুফে একাডেমির দূত হলেন অভিনেতা জাহিদ হাসান। ছবি: বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগu ২০২৩ | ১৪:০৪ | আপডেট: ৩০ আগu ২০২৩ | ১৪:১০
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমির দূত হিসেবে সম্পৃক্ত হয়েছেন অভিনয় শিল্পী জাহিন হাসান। বুধবার বাফুফে ডেভলপমেন্ট কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসেছে এই ঘোষণা।
এদি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সেখানে তিনি বলেন, ‘আমি ফুটবলপ্রেমী মানুষ। এখনও ফুটবলের খোঁজ-খবর রাখি। ফেডারেশন থেকে আমাকে প্রস্তাব দিলে আমি এতে সম্মতি দেই। আমার মাধ্যমে দু’জনও ফুটবলে আসতে উদ্বুদ্ধ হলে আমি স্বার্থক।’
বাফুফে একাডেমির দূত হিসেবে দায়িত্ব নিলেও জাহিদ হাসান এর জন্য অর্থ নেবেন না। বাফুফে একাডমিতে বয়সভিত্তিক দুই ক্যাটাগরিতে ৮০ জন খুদে ফুটবলার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। তাদের উৎসাহ দিতেই এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন জাহিদ হাসান।
বাফুফে একাডেমিতে অনূর্ধ্ব ৮-১১ বছর বয়স পর্যন্ত ৪০ জন এবং ১১-১৪ বছর পর্যন্ত ৪০ জন ফুটবলার ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বাফুফে ভবন থেকে দুই হাজার টাকায় ফর্ম কিনে মাসিক তিন হাজার টাকা ফি দিয়ে একাডেমিতে কোচিং করতে পারবেন খুদে ফুটবলাররা।
বিষয়টি নিয়ে বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান মানিক বলেছেন, ‘ফুটবলের সঙ্গে কাজ করাই আমার দায়িত্ব। সুযোগ না পাওয়ায় অনেক বাচ্চা ফুটবল শিখতে পারে না। এই একাডেমি তাদের জন্য উন্মুক্ত।’
- বিষয় :
- বাফুফে
- বাফুফের দূত জাহিদ হাসান
- জাহিদ হাসান