- খেলা
- কীর্তি গড়ে রোহিতের ১০ হাজার, নাম তুললেন যাদের ক্লাবে
কীর্তি গড়ে রোহিতের ১০ হাজার, নাম তুললেন যাদের ক্লাবে

ওয়ানডের ১৫তম ক্রিকেটার হিসেবে রোহিতের দশ হাজার রান। ছবি: এএফপি
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ফিফটির পর শ্রীলঙ্কার বিপক্ষেও ফিফটি পেয়েছেন রোহিত শর্মা। ওই ফিফটির পথে ওয়ানডে ক্যারিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় ব্যাটার।
রোহিত শর্মা ভারতের হয়ে ২৪৮ ম্যাচের ২৪১ ইনিংসে ১০ হাজার ৩১ রান করেছেন। ওই কীর্তি গড়ার পথে ৩০টি সেঞ্চুরি, তিনটি ডাবল সেঞ্চুরি ও ৫১টি ফিফটি করেছেন তিনি। বিরাট কোহলির পরে দ্রুততম ১০ হাজারের ক্লাবে প্রবেশ করেছেন মিডল অর্ডার থেকে ওপেনার বনে যাওয়া এই ডানহাতি।
ভারতের ৩৬ বছর বয়সী এই ওপেনার ও অধিনায়ক দেশটির ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেছেন। তার আগে শচীন টেন্ডুলকার (১৮৪২৬), বিরাট কোহলি (১৩০২৪), সৌরভ গাঙ্গুলি (১১৩৬৪), রাহুল দ্রাবিড় (১০৮৮৯) ও এমএস ধোনি ওই কীর্তি গড়েছেন। শচীন ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক।
ওয়ানডের ১৫তম ক্রিকেটার হিসেবে রোহিত ১০ হাজার রানের ক্লাবে ঢুকেছেন। ছয় ভারতীয় ছাড়াও ওই ক্লাবে আছেন চার লঙ্কান ক্রিকোটর। তারা হলেন কুমার সাঙ্গাকারা (১৪২৩৪), সনাথ জয়সুরিয়া (১৩৪৩০), মাহেলা জয়বর্ধানে (১২৬৫০) ও তিলেকারত্নে দিলশান (১০২৯০)।
এছাড়া অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৭০৪), পাকিস্তানের ইনজামাম উল হক (১১৭৩৯), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১১৫৭৯), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১০৪৮০) ও ব্রায়ান লারা (১০৪৯৫) দশ হাজার ওয়ানডে রান করার কীর্তি গড়েছেন।
মন্তব্য করুন