রিচার্লিসনকে নিয়েই নামবে ব্রাজিল?

ব্রাজিলের অনুশীলনে দুই বন্ধু রিচার্লিসন ও ম্যাথিউস কুনহা। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৪
গোল খরায় আছেন ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন। বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের পরে জাতীয় দলের জার্সিতে গোল পাননি তিনি। টটেনহ্যামের জার্সিতে গেল মৌসুমে তিন গোল করেছেন। চলতি মৌসুমে এখনও গোল পাননি। ক্লাবে শুরুর একাদশে জায়গাও হারিয়েছেন তিনি।
তবে রিচার্লিসন ব্রাজিল দলে খেলে যাচ্ছেন নিয়মিতই। সাবেক কোচ তিতের প্রথম পছন্দের স্ট্রাইকার ছিলেন তিনি। অন্তবর্তীকালীন কোচ মানো মেনেসেজ তাকে খেলিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়া ফার্নান্দো দিনিজও গোল মুখে আস্থা রাখছেন রিচার্লিসনে।
যদিও বলিভিয়ার বিপক্ষেও এই ব্রাজিলিয়ান দলের ৫-১ ব্যবধানের জয়ে গোল পাননি। নেইমার-রদ্রিগো ও রাফিনহার শুধু গোল করেননি, ম্যাচে কর্তৃত্ব করেছেন। সেখানে নাম্বার নাইন ছিলেন ছায়া হয়ে। তবে ব্রাজিলের ফুটবলাররা তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
ডিফেন্ডার মার্কুইনোস যেমন বলেছেন, ক্যারিয়ারে খারাপ সময় আসে। প্রিমিয়ার লিগে খেলা স্ট্রাইকার ম্যাথিউস কুনহাও পাশে দাঁড়িয়েছেন রিচার্লির। তাদের সমর্থনে পেরুর ম্যাচেও শুরুর একাদশে থাকতে পারেন তিনি। তবে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘাইলেস ইনজুরি শঙ্কায় বেঞ্চে থাকতে পারেন।
পুচকে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল কোচ দিনিজের ঘরের মাঠে তেমন পরীক্ষা দিতে হয়নি। তবে পেরু ঘরের মাঠে নেইমারদের পেয়ে বড় পরীক্ষায় ফেলতে পারে। তবে কোচ ফ্রন্ট লাইনে আরআরআর অর্থাৎ রিচার্লি-রদ্রিগো-রাফিনহায় ভরসা রাখতে পারেন। মিডফিল্ডে কাসেমিরো-গিমারেজের সঙ্গে থাকবেন নেইমার।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এদেরসন মোরালেস, দানিলো, মার্কুইনোস, রজার ইবানেজ, রেনান লোডি, ব্রুনো গিমারেজ, কাসেমিরো, নেইমার জুনিয়র, রদ্রিগো গোয়েস, রিচার্লিসন, রাফিনহা।