মার্কুইনোসের শেষের গোলে জয় ব্রাজিলের

মার্কুইনোসের শেষের গোলে জয় ব্রাজিলের। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:১৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:১৩
বলিভিয়া কোন পরীক্ষাই নিতে পারেনি ব্রাজিলের। ঘরের মাঠে পুচকে দলটাকে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। তবে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে পেরুর মাঠে বেগ পেতে হলে নেইমার-রদ্রিগোদের। মার্কুইনোস ৯০ মিনিটে ওই বাধা পেরিয়ে দলকে ১-০ গোলে জিতিয়েছেন।
বুধবার বাংলাদেশ সময় সকালে পেরুর লিমা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেননি ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানো কোচ ফার্নান্দো দিনিজ। অফ ফর্মে থাকা রির্চালিসন ও ইনজুরি শঙ্কায় থাকা ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘাইলেসকে নিয়ে একাদশ সাজান তিনি।
সময় খারাপ যাওয়া ওই রিচার্লিই দলকে প্রথমে লিড এনে দিয়েছিলেন। গোল খরা কাটানোর উচ্ছ্বাসে মেতেছিলেন দুর্দান্ত এক হেডে জালে বল পাঠিয়ে। কিন্তু ৩২ মিনিটে করা ওই গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে উঠে যাওয়ায় তার গোল খরা দীর্ঘ হলো।
Finally, at the 90th minutes, Marquinhos scores for Brazil from Neymar’s corner.
— TM (@TM_23M) September 13, 2023
Peru ???????? 0-1 Brazil ???????? pic.twitter.com/10p16efiEK
ম্যাচের ৬৩ ভাগ বল পায়ে নিয়ে খেলা ব্রাজিল দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু পরিষ্কার কোন সুযোগ তৈরি করতে পারেনি। গোল পোস্টে নেওয়া ভালো তিন শটের দুটি ছিল বক্সের বাহির থেকে নেওয়া। যা পেরু গোলরক্ষককে ভালো পরীক্ষা নিলেও ফাঁকি দিতে পারেনি।
ম্যাচ যোগ করা সময়ে যাওয়ার ঠিক আগে চতুর্থ কর্ণার কিক পায় সেলেসাওরা। নেইমার জুনিয়র শটটি নেন গোলবারের সামনের দিকে। বক্সের মাঝ বরাবর থাকা মার্কুইনোস বিচক্ষণতার সঙ্গে এগিয়ে এসে হেড দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ব্রাজিল তুলে নেয় জয়। আগে ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে পেরু।