- খেলা
- কলম্বোর আকাশ পরিষ্কার, নির্বিঘ্ন ম্যাচের আশা
কলম্বোর আকাশ পরিষ্কার, নির্বিঘ্ন ম্যাচের আশা

ছবি: ফাইল
কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। আকাশে মেঘ খেলা করলেও এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম বলে আবহাওয়া পূর্বাভাস থেকে জানা গেছে।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যচে বৃষ্টি নিয়মিত বিঘ্ন ঘটিয়েছে। ভারত-পাকিস্তানের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। অন্যটি রিজার্ভ ডেতে সুরহা হয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টি বড় প্রভাব রেখেছে।
বাংলাদেশ-ভারত ম্যাচটি বৃষ্টির কোন বাধা ছাড়াই দুই পক্ষে ৫০ ওভার খেলানো সম্ভব হবে বলে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ধারাবিবরণীতে জানিয়েছে।
বাংলাদেশ এরই মধ্যে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে ভারতের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি তাই নিয়ম রক্ষার ম্যাচ বলা চলে। এই ম্যাচে দুই দলের একাদশেই একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
মন্তব্য করুন