- খেলা
- ম্যাচ হারের পর যা বলেছেন ভারতের অধিনায়ক
ম্যাচ হারের পর যা বলেছেন ভারতের অধিনায়ক
-samakal-65055318e5c19.jpg)
এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ২৬৬ রানের টার্গেট তাড়ায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত হেরে যায় ৬ রানে।
সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে হেরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা ফাইনাল ম্যাচের আগে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে এমন কিছু খেলোয়াড়কে এই ম্যাচের একাদশে অন্তর্ভুক্ত করেছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম তাদের প্রতিভা। কিন্তু খেলার মানের সাথে কোনো আপস করতে চাইনি। অক্ষর প্যাটেল অনেক ভালো ব্যাট করেছে। কিন্তু ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারেনি।'
অধিনায়কের কথায়, বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা দুর্দান্ত বোলিং করেছে। অসাধারণ ব্যাট করেছে শুভমান। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। কী ভাবে খেলতে চায় সেটা খুব ভাল জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে এক বার তাকান। নতুন বলে বেশ ভাল দেখিয়েছে ওকে। আসলে এত পরিশ্রম করে অনুশীলনে। ওর কাছে কোনও ঐচ্ছিক অনুশীলন নেই। সেটারই ফল পাচ্ছে।'
মন্তব্য করুন