এশিয়া কাপের এবারের আসর থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার আর কিছুই পাওয়ার ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের। তবে শেষ রাঙিয়েই বিশ্বকাপের ভালো করার বার্তা দিলো সাকিব আল হাসানের দল। শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের জন্য যথাযথ দল পেয়েছেন তিনি। আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন বিশ্বকাপের দল নির্বাচন এই মুহূর্তে কঠিন হয়ে গেল।  

বাংলাদেশ এবং ভারত, দুই দলের জন্যই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। দুদলই চেয়েছে নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে দেখতে। সে কারণেই তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের মতো ফর্মে থাকা পেসারকে এই ম্যাচ বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে বদলি হিসেবে এদিন যারাই খেলেছেন প্রায় সবাই অবদান রেখেছেন। বিশেষ করে বোলারদের অবদানটা ছিল চোখে পড়ার মতো। সুযোগ কাজে লাগিয়েছেন শেখ মাহেদী এবং মুস্তাফিজুর রহমান। বল হাতে দুজনেই দলের জয়ে বড় অবদান রেখেছেন।

সবচেয়ে নজর কেড়েছেন তানজিম হাসান সাকিব। নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই পারফর্ম করেছেন তিনি। রোহিত শর্মা-তিলক ভার্মাদের ফিরিয়ে বাংলাদেশের জন্য জয়ের মঞ্চটা মূলত তিনিই প্রস্তুত করেন। নিঃসন্দেহে বিশ্বকাপের বিবেচনায় থাকার মতো পারফর্ম করেছেন সাকিব।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান এই কোচের ভাষ্য, এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার। এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরম্যান্স কম হয়েছে। তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখও করে নিতে পেরেছি। এখন (বিশ্বকাপের জন্য) ১৫ সদস্য বেছে নেওয়া অনেক কঠিনও হয়ে গেল।

হাথুরু আরও যোগ করেন, আমাদের জন্য এটি দারুণ তৃপ্তিদায়ক একটি জয়। কমবেশি সব খেলোয়াড়েরই এই জয়ে অবদান আছে। এই এশিয়া কাপে আমাদের ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক থাকলেও দলীয় প্রচেষ্টা তেমন একটি ছিল না। এই ম্যাচে সম্মিলিত সেই চেষ্টাটা দেখা গেছে। যা ভীষণ স্বস্তিদায়কও।