এশিয়া কাপে ফেভারিট দল হিসেবেই খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় শিরোপার লড়াইয়ে নাম লেখাতে পারেনি তারা। সুপার ফোরে পাকিস্তানের একমাত্র জয় এসেছে বাংলাদেশের বিপক্ষে। সেই বাংলাদেশের কাছেই আবার সুপার ফোরের শেষ ম্যাচে ভারত হেরে যাওয়ায় অনেকটাই স্বস্তি পাচ্ছে পাকিস্তানিরা।

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার বললেন, ভারতীয়দের বিপক্ষে টাইগারদের সাফল্যেই শান্তি পাচ্ছেন তারা। 

সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারানোর পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, 'ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলাই যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করে বলছে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল।'

শোয়েব আরও বলেন, 'বাংলাদেশও ভালো দল। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায় তারা। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারলো।'

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ভাষ্য, ভারতকে হারিয়ে বাংলাদেশ জানিয়ে দিলো যে, তারাও বিশ্বকাপে রয়েছে।